• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩২ রাত ০৩:৪০:০০ (31-Aug-2025)
  • - ৩৩° সে:

খেলা

তিন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

২১ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৩:৫০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

তবে বাস ডে লেডে, মাইকেল লেভিটের মতো অভিজ্ঞ অলরাউন্ডার এবং আগ্রাসী ওপেনার রুলফ ফন ডার মেরওয়ার মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আসছেন না বাংলাদেশ সফরে।

তবে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে সাজানো এই ১৫ সদস্যের দলে আছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, পল ফন মিকেরেনের মতো নির্ভরযোগ্যরা। সঙ্গে নতুন নোয়াহ ক্রোয়েস, বেন ফ্লেচার ও শারিজ আহমেদ।  

আরও জায়গা পেয়েছেন তেজা নিদামানুরু, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিংঙ্গেল ও ফ্রেড ক্ল্যাসেন।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর।  

নেদারল্যান্ডস দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনো তাদের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেনি। ফলে টাইগারদের একাদশ নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।  

নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি স্কোয়াড:

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়াহ ক্রোয়েস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিংঙ্গেল ও ফ্রেড ক্ল্যাসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
মাদক ও কিশোর গ্যাং ঠাঁই নেই : হেলাল তালুকদার
৩০ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৫৫


সংবাদ ছবি
সরিষাবাড়ীতে সাপের কামড়ে নারীর মৃত্যু
৩০ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:০৯


সংবাদ ছবি
নিজের জুস খেয়ে নিজেই অজ্ঞান
৩০ আগস্ট ২০২৫ বিকাল ০৫:২৭:৪৯