• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ দুপুর ১২:০১:৪৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ দুপুর ১২:০১:৪৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।২০ জুন শুক্রবার বিকেলে জামায়াতের সাধুরপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে কে, বি, মডেল উচ্চ বিদ্যালয়ে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।ইউনিয়ন জামায়াতের আমির আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল সম্পাদক আবদুল আজিজ,  উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, কর্ম পরিষদ সদস্য মিজানুর রহমান, যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম প্রমুখ।কর্মী সম্মেলনে প্রধান অতিথি নাজমুল হক সাঈদী বলেন, অনেক দলের নেতারা নির্বাচনে অঢেল টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পর দুর্নীতি করে সেই টাকা তোলা হয়। এবার আর তা চলবে না। তাই তিনি ইনসাফ প্রতিষ্ঠায় সৎ ও ন্যায় পরায়ণ প্রার্থী খুঁজে নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও জুলাই হত্যার বিচার এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচন হবে না। এসময় তিনি নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি গ্রামে নির্বাচনী গ্রাম কমিটি গঠনের পদক্ষেপের কথা জানান।কর্মী সম্মেলনে জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।