• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:১৯ (31-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ডাকাতির সরঞ্জামসহ ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিলেন যুবক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভজনপুর শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। এ ঘটনায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।২৭ আগস্ট বুধবার রাতেই ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ তাকে ধরা হয়। আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার সতরু মোহাম্মদের ছেলে।পুলিশ জানায়, ব্যাংকের নৈশপ্রহরী রাতের খাবার খেতে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ব্যাংকের ভেতরে আলো দেখতে পান। এসময় সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজারকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ভেতরে ঢুকে হাতেনাতে সহিদুলকে আটক করেন। তার কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ভর্তি একটি ব্যাগও উদ্ধার করা হয়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।ব্যাংকের নৈশপ্রহরী আনিস বলেন, ‘রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর আলো দেখতে পাই। সঙ্গে কিছু একটা শব্দ আসতে থাকে। সাহস না পেয়ে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানাই। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে ওই ডাকাতকে দেখতে পাই।’ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়েছে।এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ ডাকাতির চেষ্টায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।