জাজিরায় বস্তাবন্দি অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জাজিরায় বড়কান্দি ইউনিয়নে ওমরদি মাদবর কান্দি এলাকায় মসজিদে আজান ও মসজিদ কমটির দ্বন্দে বিএনপি নেতা খবির সরদারকে ছুড়ি আঘাতে হত্যা করা, অভিযুক্ত সেই আলমাস সরদারের অর্ধ গলিত বস্তাবন্দি মরদেহটি একটি পরিত্যক্ত ভিটার মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।২৮ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরদি কান্দি এলাকায় জাব্বার মাষ্টারের পরিত্যক্ত ভিটায় থেকে অভিযুক্ত আলমাস সরদারের মরদেহটি উদ্ধার করে জাজিরা থানা পুলিশ।পুলিশ, স্থানীয় ও পরিবার সুত্রে জানাজায়, বিএনপি নেতাকে ছুড়ি আঘাতে হত্যা করার পর অভিযুক্ত আলমাস সরদারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের ধারনা ছিলো তাকেও হত্যা করে গুম করে কোথায় রাখা হয়েছে। সেই ধারণা থেকে সারাদিন খোঁজাখুঁজি পর রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহটি ওই পরিত্যক্ত ভিটার মাটির নিচ পাওয়া যায়। পড়ে পুলিশ খবর পেয়ে উদ্ধার করেছে ।পরিবারের দাবি ওই মরদেহটি আলমাসের তবে পুলিশ বলছে চেহারাটি কিছুটা বিকৃত হওয়ার কারণে এখনো নিশ্চিত করা যাচ্ছে না।আলমাসের ভাবি বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এখানে কোন মাইকিং বা কমিটি নিয়ে দ্বন্দ্ব ছিল না। তবে এলাকায় জমি জামা বিরোধ চলছিল। এর বিরোধের যের ধরে ঘটনাটি ঘটেতে পারে। তবে এই ঘটনায় আমার ভাই সম্পৃক্ত ছিল কিনা তা আমি জানিনা। আলমাস লেখাপড়া করেন । তিনি মাস্টার্স ইতিমধ্যেই শেষ করেছেন। এ হত্যাকারীর বিচার চাই।