নরসিংদী প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশের ১ শতাংশ জনগণও পিআর কী তা জানে না। এমনকি অনেক নেতা-নেত্রীও এর প্রকৃত অর্থ বোঝেন না। জনগণ দল ও মার্কা দেখে ভোট দিলেও যিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে কাজ করেছেন, তাদের আসার সুযোগ থাকছে না।
তিনি বলেন, এখন চলে মনোনয়ন বাণিজ্য, আর পিআর পদ্ধতি চালু হলে হবে এমপি বাণিজ্য। অনিয়ম আরও বাড়বে, তৈরি হবে ঝুলন্ত পার্লামেন্ট। জনগণ ভোটকেন্দ্রে যেতে অনাগ্রহী হয়ে পড়বে। শুধু মার্কা বা দল নয়, ব্যক্তিও এখানে বড় ফ্যাক্টর। যদি নির্বাচন নিয়ে অনৈক্য সৃষ্টি হয়, তবে ফ্যাসিবাদই ফিরে আসবে। যারা দোসরদের দালালি করে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তাদের দায়ভার জনগণের সামনে নিতে হবে।
২৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম এ জলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available