সাতক্ষীরা প্রতিনিধি : ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের সাতক্ষীরা জেলা মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর সোমবার সকালে সাতক্ষীরা জেলা জামায়াত অফিসের হলরুমে ইমলামী ছাত্রশিবির শহর শাখার আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ২০১২-১৩ সালে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেভাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের উপর যে অমানবিক নির্যাতন এবং রাতের অন্ধকারে চোখ বেঁধে বাড়ি থেকে নিয়ে ক্রোসফায়ার, গুম, খুন, হত্যা, পঙ্গু ও জেল দিয়ে জীবন শেষ করে দিয়েছে।
সেমিনারে শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বির্ষয়ক সম্পাদক ছিফাতুল আলম।
এমসয় আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান, আল আমিন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, এইচআরডি সম্পাদক আল রাজীব, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, তথ্য ও মিডিয়া সম্পাদক মুহা. মাসুদ রানা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, বিতর্ক সম্পাদক মো. মোর্শেদুল ইসলাম, আইন সম্পাদক আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মো. শাহনেওয়াজ এবং মানবসেবা সম্পাদক মো. শামীম হোসেন।
সভায় ফ্যাসিবাদী আওয়ামী দূঃশাসনে আহত, পঙ্গুত্ব, নির্যাতিত ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available