সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহফুজা খাতুন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি চৌহালী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

২৪ ডিসেম্বর দলটির জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর কাছে পদত্যাগপত্র জমা দেন মাহফুজা। তবে তখন বিষয়টি গোপন থাকলেও ৪ জানুয়ারি রোববার তা জানাজানি হয়।


এর আগে ১৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৮৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। শুরুতেই কমিটিতে বিএনপির পাশাপাশি গণঅধিকার পরিষদের সাবেক অন্তত দুই ডজন নেতা পদ পেয়েছিলেন।
পদত্যাগের প্রসঙ্গে মাহফুজা খাতুন বলেন, আমাকে না জানিয়েই এনসিপিতে পদ দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর আমি মর্মাহত হয়েছিলাম। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব।
বিএনপি থেকে বহিষ্কৃারের বিষয়ে মাহফুজা বলেন, অবৈধভাবে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরও যত দিন বেঁচে আছি, নিঃস্বার্থভাবে বিএনপির পতাকা তলে নিজেকে আবদ্ধ রাখতে চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available