• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ রাত ১১:৩৪:৩৮ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১১ জন গ্রেফতার

৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:২১:২৮

পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

Ad

রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে সোমবার (৫ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

৫ জানুয়ারি সোমবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. পনির আহম্মেদ, মো. রায়হান মিয়া, মো. নাজমুল হাসান নাঈম, মো. আহাদুল্লাহ, রফিজ উদ্দিন, মো. মালেক, মো. ইসহাক আলী, আনন্দ সাহা, আবুল হোসেন, মো. মোফাজ্জল হোসেন ও খোরশেদ আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা টাঙ্গাইল সদর, মির্জাপুর, সখীপুর, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও নাগরপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us