• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ রাত ১১:২৮:০৯ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:১১

মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির শিকার হয়েছে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা।

Ad

ঘটনাটি ঘটেছে আজ ৫ জানুয়ারি সোমবার ভোরে। দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টায় তিনি দোকান বন্ধ করে বাসায় ফিরে যান। সোমবার সকাল ১০টায় দোকান খোলার সময় দেখেন কেচি গেট ও সাঁটারের তালা ভাঙা এবং দোকান ভাঙচুর করা হয়েছে। চোর চক্র সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে।

Ad
Ad

মালিকের দাবি, ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা, ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া স্বর্ণ কেনার রশিদও চুরি করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চুরির খবর পেয়ে আমাদের একাধিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে।’

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটে একদল চোর গ্লাস ভেঙ্গে দোকানে প্রবেশ করে। তারা কিছুক্ষণ ভেতরে অবস্থান করে এবং এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us