• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:৪৩:০৬ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেবে বেলজিয়াম

২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৪০:৩০

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) আসন্ন অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। ২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভট এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।

প্রেভট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “প্যালেস্টাইনকে জাতিসংঘ অধিবেশনে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”

তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনর্মূল্যায়ন।

প্রেভট বলেন, গাজাসহ ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জুলাইয়ে ঘোষণা দেন যে তার দেশও সেপ্টেম্বরের ৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪৭টি দেশ (৭৫ শতাংশ) ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

বেলজিয়ামের এ ঘোষণা এমন সময় এলো যখন ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

এ ছাড়া গত জুলাইয়ে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ পাঠান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮


সংবাদ ছবি
নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২৪:৫৯