• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১১:১১:৩৫ (07-Dec-2025)
  • - ৩৩° সে:

রাশিয়ার ভয়াবহ আক্রমণে ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৪৫০ সেনা নিহত

৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৫৮:১২

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সামরিক শিল্প এলাকা ও জ্বালানি স্থাপনায় কিয়েভের হামলার প্রেক্ষিতে কিনজাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা ভয়াবহ হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এ হামলায় মাত্র ২৪ ঘণ্টায় ১৪৫০ জন সেনা হারিয়েছে ইউক্রেন।

Ad

৬ ডিসেম্বর শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে তাস।

Ad
Ad

প্রতিবেদন অনুযায়ী, ব্যাটলগ্রুপ উত্তরের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ইউক্রেনের ২৮৫ জনেরও বেশি সেনা, ব্যাটলগ্রুপ পশ্চিমের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ২৩৫ সেনা, ব্যাটলগ্রুপ দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ১৭৫ জনেরও বেশি সেনা, ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ৪৬৫ জনেরও বেশি সেনা, ব্যাটলগ্রুপ পূর্বের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ২৩৫ জন সেনা এবং ব্যাটলগ্রুপ ডনেপ্রের দায়িত্বপ্রাপ্ত এলাকায় ৫৫ সেনা নিহত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ায় বেসামরিক লক্ষ্যবস্তুতে ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাবে রুশ সশস্ত্র বাহিনী দূরপাল্লার আকাশ এবং স্থল-ভিত্তিক নির্ভুল অস্ত্র দিয়ে একটি বিশাল হামলা শুরু করে। এর মধ্যে রয়েছে কিনজাল অ্যারোব্যালিস্টিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার মনুষ্যবিহীন বিমানবাহী যান।

এসব হামলা ১৫২টি জেলায় থাকা ইউক্রেনীয় সামরিক-শিল্প এলাকা ও জ্বালানি স্থাপনার পাশাপাশি ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহৃত বন্দর অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। হামলাগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলেও জানায় মন্ত্রণালয়।

রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টারের যোদ্ধারা দিমিত্রভে ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলে হত্যা করেছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে আরও বলা হয়, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একদিনে ৩৬৬টি ইউক্রেনীয় ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মার্কিন তৈরি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের দুটি রকেট এবং ৩৬৬টি ফিক্সড-উইং মনুষ্যবিহীন বিমানবাহী যান ভূপাতিত করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ৬৬৮টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ২৮৩টি হেলিকপ্টার, এক লাখ ৭৮৮টি মনুষ্যবিহীন বিমান, ৬৩৮টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৬ হাজার ৪১২টি ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান, এক হাজার ৬২৭টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩১ হাজার ৭৪০টি ফিল্ড আর্টিলারি বন্দুক এবং মর্টার এবং ৪৮ হাজার ৪৬৮টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে রুশ বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সয়াবিন তেলের দাম বাড়লো ৬ টাকা
৭ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:১৬:৩০






সংবাদ ছবি
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে ৩ ভাইয়ের মৃত্যু
৭ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৭:২০



Follow Us