• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:৩৬:০৯ (21-Dec-2025)
  • - ৩৩° সে:

দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯

২১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:০৫:৪৫

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে বেকার্সডাল টাউনশিপে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০ জন। খবর, আল জাজিরার।

Ad

২০ ডিসেম্বর শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। রোববার এক বিবৃতিতে পুলিশ এ তথ্য জানায়। হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১২ জন সাদা রঙের একটি গাড়িতে এসে পানশালার ঢুকে গ্রাহকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলি করতে করতেই দলটি ঘটনাস্থল ত্যাগ করেন। পানশালাটি লাইসেন্সধারী বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসএবিসির খবরে বলা হয়েছে, হামলাকারীরা কেবল পানশালার ভেতরের গ্রাহকদের নয়, বাইরে থাকা পথচারীদেরও লক্ষ্য করে গুলি চালিয়েছিল। হামলার সময় পানশালায় থাকা লোকজন চিৎকার শুরু করেন। প্রাণ বাঁচাতে তারা দ্বিগ্বিদিক ছুটতে থাকেন।

গাউটেং প্রদেশের পুলিশ কমিশনারের দায়িত্বপ্রাপ্ত ফ্রেড কেকানা জানান, ‘আমরা এখনও প্রত্যক্ষদর্শীদের বিবৃতি সংগ্রহ করছি। জাতীয় অপরাধ ও ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।’ তবে কে বা কারা হামলায় জড়িত সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, জাতিসংঘের মাদক ও অপরাধ দফতরের ২০২৩-২৪ বার্ষিক পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ আফ্রিকা বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের দেশগুলোর মধ্যে একটি। যেখানে প্রতি লাখে ৪৫ জন হত্যাকাণ্ডের শিকার হন। চলতি মাসের শুরুতেও দেশটির প্রিটোরিয়া শহরের কাছে একটি হোস্টেলে এক শিশুসহ অন্তত ১১ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
নবীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
২১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৬:২৮


সংবাদ ছবি
বামনায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে জরিমানা
২১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৯:৪৯


সংবাদ ছবি
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ
২১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৩:৩৭



Follow Us