• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ রাত ১১:৩৩:২২ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলায় ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প

৫ জানুয়ারী ২০২৬ সকাল ১১:০৪:৪৭

ভেনেজুয়েলায় ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ কিংবা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি ট্রাম্প প্রশাসনের অবস্থানের বিরুদ্ধে যান, তাহলে দেশটিতে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সে ধরনের অভিযান আগের চেয়েও ভয়াবহ হতে পারে।

Ad

রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যা করা উচিত, তা যদি তিনি (দেলসি রদ্রিগুয়েজ) না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি। ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য আমাদের প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে।’

Ad
Ad

তিনি আরও বলেন, ‘আমাদের এমন কিছু মানুষের সঙ্গে কাজ করতে হচ্ছে, যারা সদ্য দায়িত্ব নিয়েছেন। আমি আশা করি তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট ও অনড়। ভেনেজুয়েলার তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আমরা চাই।’

উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।

সাক্ষাৎকারে মাদুরোকে আটক করার যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘এটিকে আপনি ভেনেজুয়েলাকে পুনর্গঠন বা সরকার পরিবর্তন, যে নামেই ডাকুন না কেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। মাদুরোর শাসনে ভেনেজুয়েলা যে অবস্থায় পৌঁছেছিল, তার চেয়ে খারাপ অবস্থা আর হতে পারত না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us