• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ রাত ১১:২৯:২৮ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৪৮:৩৬

বাংলাদেশে আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৫ জানুয়ারি সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়ার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Ad
Ad

ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। গত বছর থেকে অবনতির দিকে যেতে থাকার বিষয়টি এবার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর প্রকাশ্যে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ।

গতকাল জরুরি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ইতোমধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এ বিষয়ে ই-মেইলও করেছে বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আবেদন করেছে।

ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধানতে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us