• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ রাত ১১:৩৪:৪০ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া-৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৩ প্রার্থীর

৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৫৬:১২

কুষ্টিয়া-৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৩ প্রার্থীর

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।

Ad

৪ জানুয়ারি রবিবার সকালে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এর কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

Ad
Ad

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংসদীয় ৭৮ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৩ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন।

এ আসনে যে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বাংলাদেশ জাতায়ীতাবাদী দল (বিএনপি) সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ার খান, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) তরুন কুমার ঘোষ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মো. আবুবকর সিদ্দিক, গণফোরাম মো. আব্দুল হাকিম মিঞা, বাংলাদেশ লেবার পার্টি মো. শহিদুল ইসলাম।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (এ,এস,পি) খাইরুল ইসলাম-এই তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।

যে কারণে মনোনয়ন বাতিল হলো-খাইরুল ইসলাম সরকারি চাকরিজীবী ছিলেন, বিধি অনুযায়ী অব‍্যহতি না থাকায় তার মনোনয়ন অবৈধ ঘোষিত হয়েছে, আর শেখ সাদী ও নুরুল ইসলাম আনসার প্রামানিকের মনোনয়নপত্রে ভুল থাকায় তা বাতিল করা হয়।

উল্লেখ্য, কুষ্টিয়া-৪ আসন খোকসা ও কুমারখালী এই দুই উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন ২ লাখ ১০ হাজার ৯০৬ জন। তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র ১৫২ টি। এর মধ্যে কুমারখালী উপজেলায় ১০২ এবং খোকসায় ৫০ টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us