জামালপুরে ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অপরাধে বছির উদ্দিন নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বছির উদ্দিন বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে।আদালত সূত্রে জানা গেছে, জামালপুরের বকশিগঞ্জে ২০১৫ সালের জুন মাসে বিয়ের প্রলোভন দিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে বছির উদ্দিন। ফলে ওই কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়। পরে বিয়ের জন্য বছির উদ্দিনকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ২০১৫ সালের অক্টোবর মাসে ভুক্তভোগী ওই নারী বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১০ বছরে ৯ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালতে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় আসামি বছির উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম। জরিমানার টাকা ভিকটিম পাবে বলে রায়ে উল্লেখ করা হয়।আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোবারক হোসেন ও সরকার পক্ষের পিপি অ্যাডভোকেট ফজলুল হক উপস্থিত ছিলেন।