• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:২১:৪৬ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:২১:৪৬ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

সাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৮ মাঝি-মাল্লা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া উপকূল থেকে নারায়ণগঞ্জগামী একটি লবণবোঝাই ট্রলার সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে গেছে। ওই ট্রলারে থাকা ৮ জন মাঝি-মাল্লা এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজদের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন পার করছেন।জানা গেছে, ২৯ মে বুধবার সকালে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয় ‘আজমগীর কোম্পানির’ মালিকানাধীন একটি লবণবোঝাই ট্রলার। ট্রলারটি কুতুবদিয়া উপজেলার সতরুদ্দিন ধুরুং ঘাট থেকে প্রায় ৫ হাজার মণ লবণ নিয়ে যাত্রা শুরু করে। ট্রলারটিতে মোট ৮ জন মাঝি-মাল্লা ছিলেন।ট্রলারটি হাতিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছালে হঠাৎ করেই সাগরে প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়ভাবে দুটি ফিশিং বোট উদ্ধার তৎপরতা চালায়। তবে আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটে এবং ডুবে যাওয়া ট্রলার বা মাঝি-মাল্লাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম সোহাগ জানান, ‘ট্রলারটি ভোরে ঘাট ছাড়ে। আমরা কিছুদূর পর্যন্ত দেখেছি। পরে খবর পাই ট্রলারটি হাতিয়ার দিকে ডুবে গেছে। এখন পর্যন্ত কারো খোঁজ নেই। সাগরে ঢেউ আর ঝড় খুবই ভয়ানক ছিল। আমরা খুব দুশ্চিন্তায় আছি।’নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা একযোগে কাজ করছে বলে জানা গেছে। তবে বৈরী আবহাওয়া উদ্ধার কার্যক্রমে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।এদিকে নিখোঁজদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের ফেরত পাওয়ার আশায় প্রহর গুনছেন। তাদের কান্না ও আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার কার্যক্রম চালু রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান