• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:০৯:০৭ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:০৯:০৭ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

নাটোরের মোহনপুরে দুই নারীকে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৬

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুই নারীকে গরম পানি ও মরিচের গুঁড়ার মিশ্রণে ঝলসে দেওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।১৩ জুলাই রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে সেনাবাহিনী। তারা সবাই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।জানা যায়, ২৬ জুন সন্ধ্যায় হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে নির্মমভাবে নির্যাতন করা হয়। গুরুতর আহত নারীদের একজনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন সেনাবাহিনী প্রধান। তাঁর নির্দেশেই ওই নারীকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় এবং চিকিৎসার সব খরচ সেনাবাহিনী বহন করছে।এ বিষয়ে কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সঙ্গে এলাকাবাসীও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও মানবিক আচরণে কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান