• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:১৯:৩২ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:১৯:৩২ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

সুন্দরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ইলিয়াস মিয়া (৪০) নামে এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।৭ জুন শনিবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত ইলিয়াস মিয়া সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রামভদ্র খানাবাড়ি এলাকার মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে ইলিয়াস মৎস্য খামার থেকে ফেরার সময় বেশ কয়েকজন তার গতিপথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন যায়গায় কুপিয়ে রক্তাক্ত করে। পরে ইলিয়াস কে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে, রক্তক্ষরণসহ বেশ কিছু জটিলতার কারণে এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনুমানিক বিকাল ৩:৩০ ঘটিকায় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ মুঠোফোনে এশিয়ান টেলিভিশন কে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয় নি। তবে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান