কুমিল্লার দেবিদ্বারে নারীর রক্তমাখা মরদেহ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামে নিজ ঘরে দাঁড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে ঝড়না আক্তার (৪৫) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করেছে। সে ওই গ্রামের আব্দুল করিম মিয়ার স্ত্রী।স্থানীয়রা জানায়, ১৫ জুলাই মঙ্গলবার রাতে ঝড়না আক্তার তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে ঝড়না আক্তারের মাথায় ও গলায় দাঁড়ালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। পড়ে তারা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে, এখনো কাউকে শনাক্ত করা যায়নি ৷ তবে শীঘ্রই ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।