• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:২৮:০১ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

বিএনপি গণভোট মানবে না: ব্যারিস্টার খোকন

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ.এম.মাহবুব উদ্দিন বলেছেন জামায়াতের কর্মসূচি পিআর, গণভোট নির্বাচনে প্রথম বাধা। গণভোটের নামে নির্বাচন পিছানো হলে এটি বিএনপি মানবে না।৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, গত ১৭ বছর নির্বাচনের জন্য জনগণ লড়াই করেছে। গণভোটের নামে নির্বাচন পিছানো হলে বিএনপি জনগণকে নিয়ে আবার মাঠে নামবে।সোনাইমুড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর মোহাম্মদ মিলনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান