• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৩২:১৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৩২:১৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর দুটি হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডাদেশ

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগরে পৃথক দুটি হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।১৬ জুলাই বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আকবর আলী শেখ চাঞ্চল্যকর এ দুটি মামলায় আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, আলমডাঙ্গার বামানগরের কাশেম আলীর ছেলে স্বাধীন আলী ও চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত বিপ্লব হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক। তাদেরকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করেন এবং পাঁচজনকে খালাস প্রদান করেন আদালত।অপর মামলায় জীবননগর উপজেলার গঙ্গাদাশপুর গ্ৰামের ইব্রাহীম মণ্ডলের ছেলে জমির উদ্দিনকে দিনমজুর বাবলু রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।    মামলাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্ৰামের চাঞ্চল্যকর ঠিকাদার কামাল হোসেন (৬৩) কে ২০২২ সালের ৯ মে রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একদল সন্ত্রাসী বাড়ি থেকে কৌশলে ডেকে মারপিট করলে গুরুতর জখম হন তিনি। এরপর কামাল হোসেন বাড়ি ফিরে না আসায় কামালের স্ত্রী বাড়ির বাইরে বের হলে কামালকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে কামালকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত শেষে আলমডাঙ্গা থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. ইকরামুল হোসাইন সাতজনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় আসামী স্বাধীন আলী ও আশিকুর রহমান আশিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।এদিকে , একই আদালতে জীবননগরের গঙ্গাদাশপরের দিনমজুর কৃষক বাবলু রহমান (৪৫) হত্যা মামলার রায় ঘোষণা করা হয়।মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৬ জুন বেলা পৌনে ১১ টার দিকে পূর্ব শক্রতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে বাবলু রহমানকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হন তিনি। বাবলুকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের স্ত্রী চায়না খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। জীবননগর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সৈকত পাড়ে জীবননগরের গঙ্গাদাশপুরের মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে জমির উদ্দিনকে আসামী করে অভিযোগপত্র দাখিল করেন।চুয়াডাঙ্গা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, দুটি হত্যায় মামলায় তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান