সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
লালমনিরহাট প্রতিনিধি: সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডা. আ. ফ. ম. খালিদ হোসেন।১ নভেম্বর শনিবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।তিনি বলেন, “দেশে সকল ধর্মের মানুষের অবাধ ধর্মীয় স্বাধীনতা রয়েছে। সম্প্রীতির বাংলাদেশ বিশ্বে একটি অনন্য দৃষ্টান্ত। শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতেই নির্বাচন সাংবিধানিক সময়ে অনুষ্ঠিত হবে।”লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব এ কে এম মমিনুল হক, জেলা জামায়াতের নায়েবে আমীর হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক রকিবুল হাসান, ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ এইচ এম বরকতউল্লাহসহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। ষড়যন্ত্রকারীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলেও জনগণের ঐক্য এবং প্রশাসনের কঠোর নজরদারির কারণে বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে।