ফুলবাড়ীতে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে নারকেলের চারা বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫টি করে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩৫০ দেশি নারকেলের চারা বিতরণ করা হয়েছে।২৬ জুন সকাল সাড়ে নয়টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ আরো অনেকে।চারা বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্ন বলেন, শুধু গাছ লাগালে হবে না, নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে। তাহলেই আমরা গাছ থেকে ভালো ফল পাব।