ভোলায় মাছ ধরার নৌকায় ডাকাতি, ৪ জেলে হাসপাতালে
ভোলা প্রতিনিধি: ভোলার সদর উপজেলার কাচিয়া মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে দুটি জেলে নৌকায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে চার জেলে আহত হয়েছেন। তাঁদের ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিন মাঝি বলেন, ৩০ জুন সোমবার রাতে তাঁরা মাঝের চর ও বৈরাগীর চর সংলগ্ন মেঘনা নদীতে জাল পেতে বসেছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতেরা হামলা করে। নৌকায় ১২ জন ছিল। ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এবং লাঠি-রড দিয়ে মারধর করে। এতে তিনিসহ আবদুল মান্নান (২২), আনোয়ার হোসেন (২০) ও নাঈম ইসলাম (১৮) আহত হন।এসময় অন্য জেলেরা সাঁতরে পালিয়ে যান। ডাকাত দল নৌকার সব মালামাল লুট করে নিয়ে যায়। আশপাশের জেলেরা খবর পেয়ে তাঁদের উদ্ধার করেন। রাত সাড়ে ১১টার দিকে আহত চারজনকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।আহত ট্রলারমালিক ও জেলেরা জানান, ডাকাত দল জসিম উদ্দিন মাঝির ১ লাখ ৩০ হাজার টাকার ও শাহাবুদ্দিন মাঝির ১ লাখ ৭০ হাজার টাকার জাল, মাছ, ইঞ্জিন, মুঠোফোন ও সোলার প্যানেল লুট করে নিয়ে গেছে।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, জেলেদের নৌকায় ডাকাতির কথা শুনেছেন। তবে ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেননি।