• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ সকাল ১১:০৪:৫৯ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক আহাদ মিয়ার মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।১৭ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবক আহাদের মরদেহ হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভারতের মেঘালয়ের চেলা থানার আইও এমকে সিংহ ও বিএসএফ সদস্য, বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, এসআই মোহন রায়, আব্দুল জলিল এবং স্থানীয় লাফার্জ সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডারসহ দু-দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য, ১৪ ডিসেম্বর রোববার রাতে নিখোঁজ হওয়া আহাদের মরদেহ পরদিন সোমবার সকালে ভারতের মেঘালয়ের চেলা থানার কালাটেক বস্তি এলাকা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতাল মর্গে প্রেরণ করে বিএসএফ। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান