দক্ষিণখানে বিএনপি নেতা আফাজ উদ্দিনের ৩১ দফা লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক: আগামী দিনে ঢাকা ১৮ আসনে বিএনপি যে কোন পর্যায়ের নেতা হোক, যারা অন্যায়কে সমর্থন করবে, ন্যায়ের পক্ষে থাকবে না, চাঁদাবাজিকে সমর্থন করবে, আমরা তাদেরকে বয়কট করবো বলে মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আফাজ উদ্দিন আফাজ।২৬ জুন বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ খান কেসি হাসপাতালের সামনে থেকে দক্ষিণ খান বাজার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সাধারণ জনগণের হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য লিফলেট বিতরণ কর্মসূচিরতে এসকল কথা বলেন।এসময় তিনি আরও বলেন বিএনপি আগামীতে রাস্ট্র ক্ষমতায় আসলে কিভাবে দেশ পরিচালিত হবে তা আমাদের ৩১ দফা উল্লেখ রয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজী না করতে পারে সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে বলে তিনি আহব্বান করেন।এই জনমুখী কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। তিনি বলেন, “এই জনসংযোগ প্রমাণ করেছে মানুষ এখন পরিবর্তনের পক্ষে, তারা জেগে উঠছে।”দক্ষিণখান থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও বেগবান করেছে। আফাজ উদ্দিন কৃতজ্ঞতা জানান দক্ষিণখানবাসী ও ঢাকা-১৮ এর দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি।তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আগ্রহ আমাদের আন্দোলনকে আরও দৃঢ় করেছে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে।” গণতন্ত্র, জবাবদিহি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য—এ কথা স্মরণ করিয়ে দিয়ে নেতারা বলেন, এই আন্দোলন থামার নয়, ছড়িয়ে পড়বে প্রতিটি ঘরে ঘরে।