• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:২৫:১৬ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:২৫:১৬ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

লংগদুতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির পার্বত্য জেলার লংগদু উপজেলায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ জুলাই বুধবার সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দীন মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীনসহ জুলাই গনঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং নিহত পরিবারের লোকজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা জুলাই মাসে শহীদ হওয়া বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।  অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। জুলাই শহীদ দিবস এর তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। এই আলোচনা সভায় শহীদদের স্মৃতি স্মরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান