• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:০৬:২৬ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:০৬:২৬ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

ডুমুরিয়ায় কচ্ছপ বিক্রেতার কারাদণ্ড

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় কচ্ছপ সংরক্ষণ ও বিক্রির অপরাধে জয় ঢালী (২৩) নামে এক অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। তিনি উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়া এলাকার নিতাই ঢালীর ছেলে।২৯ জুন রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ আদালত পরিচালনা করেন।আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বান্দা মধ্যপাড়া এলাকায় নিতাই চন্দ্র ঢালী ও তার ছেলে জয় ঢালী  দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে কচ্ছপ সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। যা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইনে গুরুতর অপরাধের শামিল। খবর পেয়ে রোববার দুপুরে ডুমুরিয়া থানা পুলিশের একটি টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে ২৭পিচ সন্দ্বি কচ্ছপ উদ্ধারসহ অভিযুক্ত জয় ঢালীকে আটক করে।এরপর ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তীর এজলাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে ৩৪ এর খ ধারা ২০১২ সালের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ আইনে আটক জয় ঢালীকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।এছাড়া জব্দকৃত কচ্ছপগুলো উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার নির্দেশ দেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য ও ডুমুরিয়া থানা পুলিশের এসআই মিজানুর রহমান এবং এসআই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান