• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:২৭:২২ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:২৭:২২ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

বামনায় মোটরসাইকে‌লের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলায় মোটরসাইকে‌লের ধাক্কায় বেলায়েত সরদার (৭৫) না‌মে এক বৃদ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে।  ১৫ জুলাই মঙ্গলবার বিকেল ৫টার দি‌কে বামনা উপ‌জেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ভাইজোড়া গ্রামে (কাঠাখালি-গুদিঘাটা সড়‌কে) এ ঘটনা ঘ‌টে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলায়োত সরদার কাঠাখালি-গুদিঘাটা সড়ক দিয়ে বা‌ড়ি ফির‌ছি‌লেন। বিকেল পাঁচটার‌ দি‌কে জয়নাল হাওলাদারের বাড়ির সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেল তা‌কে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় স্থানীয়রা উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।নিহত বেলায়েত সরদার উপজেলার দক্ষিণ ভাইজোড়া গ্রামের মৃত ওছমান প্যাদার ছেলে।বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান