ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামড়া এলাকায় আজ ভোর রাতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. রাকিব (২৪) নিহত হয়েছে। নিহত রাকিব ঢাকার দয়াগঞ্জের ধুপখোলা এলাকার মো. খলিলের ছেলে। এই দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী সজল আহমেদ(২৪) আহত হয়েছেন।আহত সজল আহমেদ জানান, দুইটি মোটরসাইকেলে আমরা চারজন বন্ধু মাওয়া ঘাটে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা করি। আমি ছিলাম রাকিবের মোটরসাইকেলে। এক্সপ্রেসওয়েতে কুচিয়ামোড়া ব্রীজের উপর হঠাৎ একটি পিকআপ ভ্যান এর পেছনে আমাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এরপর আর কিছু বলতে পারি না।শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী মোটরসাইকেলটি পেছন থেকে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাকিব নিহত হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।