• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৫০:৪৫ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৫০:৪৫ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

মেহেদীর রং না শুকাতেই সড়কে প্রাণ গেল যুবকের

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে আজিজুর রহমান (৩৫) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন।১৬ জুন সোমবার দুপুর ১টার দিকে উপজেলার জয়নগর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজিজুর রহমান নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। প্রায় ১ মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুর রহমান ১৩ জুন শুক্রবার নড়াগাতী থানার কামসিয়া এলাকায় বিয়ে করেন। সোমবার দুপুর ১টার দিকে আজিজুর শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে ছোট বোনকে আনতে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে চালক পলাতক রয়েছে।এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায়  আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান