• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:২৮:২০ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

নড়াইলে ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

নড়াইল প্রতিনিধি: মিথ্যা তথ্য ও জাল কাগজপত্রের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার মর্যাদা অর্জনের অভিযোগে নড়াইলের এনামুল কবির টুকুর মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৬ অক্টোবর রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। ২৮ অক্টোবর রাতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।এনামুল কবির টুকু কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। বর্তমানে তিনি নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় বসবাস করেন।স্থানীয়দের অভিযোগ, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে টুকু মিথ্যা তথ্য ও জাল কাগজপত্রের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধার মর্যাদা অর্জন করেছিলেন।এছাড়া এই পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দফতরে প্রভাব বিস্তার ও আর্থিক সুবিধা নিতেন তিনি।নড়াইল প্রেসক্লাবের একটি অডিট প্রতিবেদনে এনামুল কবির টুকুর বিরুদ্ধে ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছিল। পরে তিনি সেই টাকা প্রতিষ্ঠানকে ফেরত দেন।এ প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নড়াইলের ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলাম। অবশেষে টুকুসহ চারজনের গেজেট বাতিল হয়েছে। সরকারের এই পদক্ষেপে আমরা সন্তুষ্ট। অন্যান্য ভুয়া মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।’গেজেট বাতিল প্রসঙ্গে এনামুল কবির টুকু জানান, মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করার কারণে তিনি এ বিষয়ে আদালতে যাবেন।নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, এনামুল কবির টুকুর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়। যাচাই বাছাই শেষে কর্তৃপক্ষ তার মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান