• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:০৯:০৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:০৯:০৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

গাঁজাসহ আটক ৩ জন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ তিনজন মাদককারবারিকে আটক করেছে ডিবি।১৪ জুলাই সোমবার দিবাগত রাতে ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে দুটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। এসআই মিজানুর রহমান, এসআই টিটুল হোসাইনসহ তাদের সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।ডিবির ওসি জানান, কেরানীগঞ্জ মডেল থানার আমিরাবাগ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওহাব নামে এক মাদক কারারিকে আটক করা হয়েছে। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা, বর্তমানে দক্ষিণ মান্দাইল এলাকায় ভাড়া থাকেন। তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।অপর অভিযানে ধরা পড়ে হেলাল উদ্দিন নামে আরেক মাদক কারবারি। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে বাকা চড়াইল এলাকায় বসবাস করেন। তার কাছ থেকেও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।এদিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় অভিযান চালিয়ে অন্তর সাহা ওরফে আব্দুর রহমান নামে একজনকে দুই কেজি গাঁজাসহ আটক করে ডিবির আরেকটি টিম। সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা। বর্তমানে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকেন।আটক হওয়া তিনজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান