• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩৩:০৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩৩:০৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ যুবক আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে মাদকসহ আব্দুর রউফ অপু নামে এক যুবককে আটক করা হয়েছে।২২ জুন রোববার রাতে সেনাবাহিনী ও পার্বতীপুর মডেল থানাপুলিশ উপজেলা সংলগ্ন পশ্চিম হুগলিপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে হাতেনাতে আটক করে।এসময় তার কাছ থেকে ২ হাজার ২শ ৮৯ পিস আমদানি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৭৫ হাজার ৬শ ৭০ টাকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালসহ আটক অপুকে রাতেই পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।অভিযানে সাব ইন্সপেক্টর দুলালসহ পার্বতীপুর সেনাক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। পার্বতীপুর মডেল থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লাহ জানান, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান