• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩১:২৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩১:২৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।জানা গেছে, ৩ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ঐ গ্ৰামের মৃত ইছাহক আলীর বড় ছেলে আক্তারুজ্জামান (৫০) বাড়িতে বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে বিচালী কাটছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ তিনি বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে এগিয়ে আসেন ছোট ভাই আলম হোসেন (৪০)। তিনিও একই ভাবে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।পরিবারের সদস্যরা তাদের দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, আমি ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি বিদ্যুৎ ব্যবহারে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান