বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ৭০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন (৫২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।৫ জুলাই শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের শাহপাড়া গ্রামে ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করে। এর পর বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর একটি বিশেষ দল। আটক আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত কমল উদ্দিনের ছেলে।বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।