মধুপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কার্যক্রম
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ শোভাবর্ধন বৃক্ষ রোপণ কার্যক্রম করা হয়েছে। টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের চাড়ালজানি থেকে কাকরাইদ ব্রিজ পর্যন্ত রোপণ করা হচ্ছে পরিবেশ সম্মত বর্জ্যপাত প্রতিরোধক তালগাছ। তাল গাছের ফাঁকে ফাঁকে লাগানো হচ্ছে শোভাবর্ধনকারি কৃষ্ণচূড়া আর নিমসহ বিভিন্ন প্রতিজাতির বৃক্ষরাজি।৩ জুলাই বৃহস্পতিবার সকালে এ বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খায়রুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ, আব্দুর রহিম রাজু, রিপন আল মেহেদী, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিনজু,যুবদলের সাবেক নেতা মারফত আলী, এনসিপির মধুপুর শাখার প্রধান সমন্বয়ক সবুজ মিয়া প্রমুখ।উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে পৌর শহরের চাড়ালজানি থেকে কাকরাইদ পর্যন্ত পরিবেশ সম্মত তাল গাছ, শোভাবর্ধনকারি কৃষ্ণচূড়া, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে। এর মধ্যে ৯০ টি তাল, ১০০ কৃষ্ণচূড়া ও নিমসহ ৩০ টি অন্যান্য গাছের চারা রোপন করা হচ্ছে। এসব গাছ বৃদ্ধি পেলে এক দিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। অপর দিকে, গুরুত্বপূর্ণ এ সড়কে ফিরে সৌন্দর্য বৃদ্ধি পাবে।মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, পরিবেশ বান্ধব ও সৌন্দর্য বর্ধন প্রায় দুই শতাধিক গাছ চাড়ালজানি থেকে কাকরাইদ পর্যন্ত রোপণ করা হবে। তালগাছ, কৃষ্ণচূড়া,নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।