• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা পৌষ ১৪৩২ সকাল ১১:১৪:১২ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় আল-আমানত ফাউন্ডেশনের উদ্যোগে সড়ক সংস্কার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আল-আমানত ফাউন্ডেশনের উদ্যোগে, নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে।সংগঠনের সূত্রে জানা যায়, সংগঠনের সদস্য ও তরুনদের সম্মিলিত প্রচেষ্টায় বারনই নদীর পার ঘেষে পাটুল-নাটোর সড়কে ভাঙ্গা রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়েছে। বিপদজনক ভাবে সড়ক ভাঙ্গার কারনে যানচলাচলে ব্যাঘাত ঘটছে, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীগন।তাই সংগঠনের সকলের উদ্যোগে ১৭ ডিসেম্বর বুধবার এই সড়কের বিভিন্ন স্থানে সড়ক সংস্কার কাজ শুরু করেছে, আল-আমানত ফাউন্ডেশন।এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি মো. পাভেল শেখ, সাধারণ সম্পাদক হাফেজ আরাফাত হোসেন, ক্যোষাধক্ষ শামীম হোসেন,প্রচার সম্পাদক সাকিব আলীসহ প্রমূখ।ফাউন্ডেশনের সভাপতি মো. পাভেল শেখ ও সাধারণ সম্পাদক হাফেজ আরাফাত জানান, আল-আমানত ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থকেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছে। গ্রামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ অতীতে করে এসেছে। বিশেষ করে ঈদুল ফিতরের সময় ঈদের অসহায় পরিবারে জন্য ঈদের বাজারসহ বিভিন্ন র্দূঘটনা ও অসুস্থ পরিবারের পাশে সহায়তা করেছেন। আল-আমানত ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী তরুণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখানে সবাইকে সচেতনার জন্য নৈতিক ও উপদেশমূলক কথা বলা হয় এর ফলে যুব সমাজ মাদকও অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে উদ্ভুদ্ধ হয়।