• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:২৫:৫৬ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

জাটকা সংরক্ষণে ৮ মাসের নিষেধাজ্ঞা, বিপাকে মোংলা উপকূল জেলেরা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট: এক নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই আরেক নিষেধাজ্ঞার মুখে সুন্দরবন ও মোংলা উপকূলের জেলেরা। মা ইলিশের পর এবার জাটকা সংরক্ষণে আজ ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত শুরু হচ্ছে আট মাসের নিষেধাজ্ঞা। এ অবস্থায় বিকল্প কর্মসংস্থান অথবা পর্যাপ্ত খাদ্য সহায়তা না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন উপকূলের জেলেরা।মোংলা উপকূলের জেলে বিদ্যুৎ মন্ডল জানান, আমাদের জীবিকার একমাত্র পেশা নদীতে মাছ ধরা। কিন্তু এক নিষেধাজ্ঞা শেষ হতেই আরেক নিষেধাজ্ঞা আসছে। আমাদের পরিবার-পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হবে। যেকোনো নিষেধাজ্ঞায় সরকার বিকল্প কর্মসংস্থান অথবা পর্যাপ্ত খাদ্য সহায়তা দিলে ভালোভাবে পরিবার নিয়ে বেঁচে থাকা যায়।চাঁদপাই ইউনিয়নের কানাই নগর এলাকার জেলে শাহাজাহান ফকির জানান, ‘গত ২২ দিনের নিষেধাজ্ঞার খাদ্য সহায়তা এখনো পাইনি। উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করলে তারা বলছে দিবে। কবে দিবে তা বলেনি। নতুন নিষেধাজ্ঞায় খাদ্য সহায়তা আদৌ পাব কিনা বলতে পারছি না।’বাদল হাওলাদার নামে জয়মনি এলাকার জেলে জানান, ‘ধার-দেনা করে বিগত দিনে চলেছি। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পশুর নদীতে নেমে ইলিশ যা পেয়েছি, তা খুবই ছোট এবং কম। এ দিয়ে সংসার চালাব নাকি দেনা পরিশোধ করব। এর মধ্যে আবার নিষেধাজ্ঞা। এ অবস্থায় সহায়তা না পেলে না খেয়ে মরতে হবে।’মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণ ও পরবর্তীতে বড় ইলিশের জন্য একটু সময় দিতে হয়। তাই প্রতি বছরের মতো এবারও সরকার আট মাসের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তবে জেলেদের জন্য ৮০ কেজি করে দুই দফায় খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হবে। এছাড়া গত ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে যারা চাল পায়নি তাদেরকে চাল দেওয়ার প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই তারা সে চাল পেয়ে যাবেন।  কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, জাটকা নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা কঠোর অভিযান চালাবে। জাটকা রক্ষায় সুন্দরবন সংলগ্ন সব নদী এবং সাগরে প্রতিনিয়ত তাদের টহল জোরদার করা হবে।প্রসঙ্গত, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল। ২৫ অক্টোবর মধ্যরাত থেকে নদীতে মাছ ধরেছেন জেলেরা। তবে এক নিষেধাজ্ঞা শেষ হতেই ৫ দিন পর শুরু হচ্ছে আট মাসের জাটকা ধরায় আরেক নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ১ নভেম্বর থেকে ৩০ জুন দেশের সব নদী ও সাগরে জাটকা ধরা নিষেধ। ২৫ সেন্টিমিটারের কম আকারের কোনো ইলিশ ধরলেই তাকে আইনের আওতায় আনা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান