• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:২৬:১০ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:২৬:১০ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ'র ২ কালেক্টর আটক

আলমগীর মানিক, রাঙামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসিত দলের) দুই কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন।১৯ জুন বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।আটককৃতরা হলেন সুবেল চাকমা (৪২) পিতা জ্ঞানময় চাকমা ও বিন্দুময় চাকমা (৪২) পিতা-কিরণময় চাকমা।এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তল, গুলতি, চাঁদাবাজির রশিদ, নগদ অর্থ,  চাপাতি, রামদা, মোবাইলসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির  আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।এবিষয়ে জানতে ইউপিডিএফ এর একাধিক নেতার মুঠোফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ রানা বলেন ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলো ও শুকনা ছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো তাই গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে এধরনের অভিযান চলমান থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান