• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩৭:০৭ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩৭:০৭ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক দোকান!

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী মাধবদী বাজারের মুড়ি পট্টি ও স্বর্ণের পট্টিতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের বিভিন্ন অংশে। এতে স্বর্ণের অন্তত ১০টি দোকানসহ প্রায় ১০০টি দোকান পুড়ে যায় বলে জানা যায়।৪ জুলাই শুক্রবার ভোর ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও আশপাশের এলাকার একাধিক ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনের সূত্রপাত বাজারের মাঝখানের কোনো একটি দোকান থেকে হতে পারে, তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে হতে পারে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির নির্ভুল হিসাব করতে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান