সিলেট সীমান্তে ১৯ জনকে পুশইন করল বিএসএফ
স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।২৪ জুন মঙ্গলবার ভোরে বিএসএফ ৪ ব্যাটালিয়ন সিলেট সীমান্তবর্তী জৈন্তাপুর কেন্দ্রী গ্রামে ১৯ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করে বাংলাদেশে পাঠায়।পরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দায়িত্বাধীন মিনাটিলা বিওপি ও সুনামগঞ্জের নোয়াকোট বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করেছে। দুই সীমান্তে আটকদের মধ্যে জন ৬ পুরুষ, ৬ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে।বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকলে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে এবং ইতোপূর্বে অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে গমন করেছিলো বলে জানায়।বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।