• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:২৫:৪৬ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

মহম্মদপুরে ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে মানুষের ঢল

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলার। বাংলার হারানো সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে স্থানীয় আয়োজকদের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। যা উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করেন মাঠে।এই বছর ৩ লাঠিয়াল দল এসেছেন লাঠি খেলা দেখানোর জন্য। লাঠি খেলার মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের খেলোয়াড়রা। বাঁশি, করতালের তালে তালে তারা মাঠ কাঁপানো কৌশল দেখিয়ে দর্শকদের মন জয় করেন।এই আয়োজনকে ঘিরে বসেছে গ্রামীণ মেলাও। যেখানে বিভিন্ন হস্তশিল্প, খেলনা, গ্রামীণ খাবারসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রী বিক্রি হয়। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সবাই উপভোগ করছেন এই প্রাণবন্ত আয়োজন।আয়োজকরা জানান, এই আয়োজন শুধুমাত্র বিনোদনের জন্য নয় বরং গ্রামের ঐতিহ্যকে ধরে রাখার একটা প্রয়াস।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান