লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি : জুলাই শহীদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।লক্ষ্মীপুর জেলা প্রশাসনে আয়োজনে ১৬ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা তাদের বক্তব্য পেশ করেন। তারা বলেন দ্রুত জুলাই সনদ না দিলে যে কোন সময় এই আন্দোলন অন্যদিকে রুপ নিতে পারে। এমনও হতে পারে আন্দোলনকে মব বা রাষ্ট্রদ্রোহও বলতে পারে তাই অতি শীঘ্রই জুলাই সনদ দেয়ার দাবি জানিয়ে শহীদ পরিবার এবং আহত পরিবারকে পুনর্বাসন করা এবং সাহায্য সহযোগিতা করার দাবি জানান তারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, জেলা জামাতের সেক্রেটারি জেনারেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, শহীদ পরিবার এবং আহত জুলায় যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।