• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৩২:১৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৩২:১৮ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

বগুড়ার সাবেক এমপি নেত্রকোনা থেকে গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি: বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপুকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।১৮ ডিসেম্বর বুধবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাগিবুল আহসানের বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল রিপুকে গ্রেফতার করে।২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়ী হন রাগেবুল আহসান রিপু। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান