• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:২৫:৪৯ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

হবিগঞ্জের বাহুবলের বাচ্চাদের ঝগড়া নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের বাচ্চাদের ঝগড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।২৮ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ।পুলিশ জানায়, বাহুববল সদরের এক শিশু বাচ্চুর সাথে উপজেলা বড়ইউড়ি গ্রামের আরেক শিশুর ঝগড়া হয়। এ নিয়ে মঙ্গলবার রাত ৭টার দিকে বাহুবল বাজারে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় সাড়ে ৩টা ঘণ্টা এ সংঘর্ষ চলে। সংঘর্ষে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারের বাহুবল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান