পাথরঘাটায় কৃষকদের মাঝে সার, বীজ ও চারা বিতরণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, নারিকেল ও লেবুর চারা এবং বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে। ২৫ জুন বুধবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত হোসেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক হোসেন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২১৫০ জন কৃষককে ৪ কেজি করে আমন ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি ২১৫০ জন কৃষককে ৫ টি করে এবং ২০ টি প্রতিষ্ঠানকে ১০ টি করে নারিকেল চারা বিতরণ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ এর কার্যক্রম ২৫-২৬ এ বাস্তবায়ন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকরা চাষাবাদে প্রণোদনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।