গলাচিপায় ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামী মো. বাহাদুর হাওলাদারকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-৮।২৮ জুন শনিবার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ গুয়াবাড়িয়া চৌরাস্তা হতে তাকে গ্রেফতার করা হয়।ঘটনা সূত্রে জানা যায়, আসামী বাহাদুর হাওলাদার আগে থেকেই ভিকটিম মোসা. আফিয়াকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৭ জুন রাত আনুমানিক ৩ ঘটিকায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হলে আগে থেকেই ওৎ পেতে থাকা বাহাদুর হাওলাদার আফিয়াকে বিবাহের প্রলোভন দেখিয়ে একটি টেইলার্সের দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।একপর্যায়ে ভিকটিমের ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন উপস্থিত হলে আসামী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পটুয়াখালী জেলার গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।