• ঢাকা
  • |
  • রবিবার ৬ই পৌষ ১৪৩২ রাত ০১:৪৬:৪৩ (21-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ১

রাজশাহী ব্যুরো চীফ: রাজশাহীতে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. খিহাব (২০) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ। ১৯ ডিসেম্বর শুক্রবার রাতে মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. খিহাব উপজেলার দাশপুকুরের আইডি বাগানপাড়া এলাকার মো. মনির ছেলে।আরএমপি’র রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেকের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. তাজউদ্দিন আহমেদ ও তার টিম রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় খিহাব নামের এক ব্যক্তি মাদক বিক্রয় করছে।ওই সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৪৭ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়াও মাদক বিক্রির নগদ ৯৯০ (নয়শ নব্বই) টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানায়, বিক্রির উদ্দেশ্যে সে মাদকগুলো নিজের হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে সে মাদক কারবারির সঙ্গে জড়িত।রাজপাড়া থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের মাদক অভিযান চলমান থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান